ঢাকায় আসছেন ব্রিটিশ পার্লামেন্টের ৪ সদস্য

0

পাঁচ দিনের সফরে ঢাকা আসছে ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের একটি প্রতিনিধি দল। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পসহ বাংলাদেশের বিভিন্ন স্থান পরিদর্শন করবেন।

শুক্রবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, শনিবার (২৭ জানুয়ারি) ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্য বাংলাদেশ সফর করবেন। তাদের মধ্যে ব্রিটিশ কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির সদস্যরা থাকবেন। সফরসূচি অনুযায়ী তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। সিলেট ভ্রমণের কথাও আছে।

এ ছাড়া প্রধানমন্ত্রী ও স্পিকারের সঙ্গে দেখা করতে চেয়েছিল প্রতিনিধি দলটি। তবে এগুলো এখনো চূড়ান্ত হয়নি বলে জানান ওই কর্মকর্তা। এদিকে ব্রিটিশ পার্লামেন্টের চার সদস্যের প্রতিনিধিদলটি  পররাষ্ট্রমন্ত্রী ড. মাহমুদ হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন বলে জানা গেছে।

অন্যদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের সম্মানে নৈশভোজের আয়োজন করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *