নাশকতা মামলায় জামিন পেলেন ফখরুল-খসরু

0

রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দুই মামলায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৭ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক আদালতে শুনানি শেষে এ আদেশ দেন।

পল্টন থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) শাহ আলম আদালতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমীর খসরু মাহমুদ চৌধুরীকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সুমিত কুমার। পরে ১৮ ডিসেম্বর আসামিদের উপস্থিতিতে এ মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এ ছাড়া আদালত রিমান্ড নামঞ্জুর করে দুই দিন জেলহাজতে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আজকের এ রায় নিয়ে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলার মধ্যে ১০টিতে জামিন পেলেন মির্জা ফখরুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *