বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে আইনের আওতায় আনা হবে: ডিবি হারুন

0

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদ বলেছেন, যারা পেঁয়াজ মজুদ করে চড়া দামে বিক্রি করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

Description of image

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কালোবাজারি, মজুতদার বেশিদামে বিক্রেতাদের আইনের আওতায় আনা হবে।

ডিবি প্রধান বলেন, শুক্রবার ভারত রপ্তানি বন্ধ ঘোষণার পর থেকে পেঁয়াজের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে ডিবির সদস্যরা রাজধানীর চকবাজার ও শ্যামবাজার এলাকায় অভিযান চালাচ্ছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।