গ্রেফতার আতঙ্কে বাড়ি ছেড়েছে বিএনপি নেতাকর্মীরা, ছাত্রলীগের শোডাউন

0

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রতিবাদে শতাধিক নেতাকর্মী নিয়ে শোডাউন করেছে ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগ। বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে তারা উপজেলা সদরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশও করেন।

Description of image

তবে গত দুই দিনে বিএনপি-জামায়াতের কোনো নেতাকর্মীকে অবরোধের পক্ষে রাজপথে দেখা যায়নি। গ্রেফতার আতঙ্কে দলীয় নেতাকর্মীরা এলাকা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি করেছেন উপজেলা বিএনপির একাধিক নেতা।

বুধবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফিরোজ খান রাজ এই শোডাউনের নেতৃত্বে ছিলেন। সালথা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মো. নাঈম মুন্সী, মোঃ লিমন হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. তালহা, দপ্তর সম্পাদক মো. আবির হোসেন নিয়ামতসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতারা বলেন, বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তাদের সেই স্বপ্ন পূরণ হতে দেওয়া হবে না।

ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী সতর্ক রয়েছে। বিএনপি ও জামায়াতকে রাস্তায় নেমে বিশৃঙ্খলা, মানুষ হত্যা, অগ্নিসংযোগ করতে দেওয়া হবে না।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।