বৃষ্টি কমছে, বর্ষা বিদায় নিচ্ছে
ধীরে ধীরে দেশ ছাড়ছে বর্ষা। দেশের মধ্যাঞ্চলে এর তৎপরতা কম। উত্তর বঙ্গোপসাগরও দুর্বল অবস্থায় রয়েছে। ফলে দেশে বৃষ্টিপাত ক্রমেই কমছে।
গতকাল সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আবহাওয়া অধিদফতরের ৪৪টি স্টেশনের মধ্যে মাত্র ১২টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সিলেটে ভারী বৃষ্টি অর্থাৎ ৭৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে। আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
আগামী দুই দিন (বুধ ও বৃহস্পতিবার) একইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এদিকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল নীলফামারীর সৈয়দপুরে ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।