মাধবপুরে মাজার ব্যবস্থাপনা নিয়ে সংঘর্ষ, তিনজন আহত

0

হবিগঞ্জের মাধবপুরের সুরমা গ্রামে হযরত শাহ চান মিয়া চৌধুরীর মাজার ব্যবস্থাপনা ও হিসাব-নিকাশ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার রাতে দুই দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩ জন আহত হয়েছে।

আহতরা হলেন- সাইমুন চৌধুরী (৩৪), সোহেল খান খেজুরখা (৪০) ও শাহজাহান মিয়া (৫৫)।

দুই পক্ষের মধ্যে এখনো উত্তেজনা বিরাজ করছে। মাজারের ভক্ত ফারুক চৌধুরী জানান, শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী ১২ বছর ধরে মাজার পরিচালনা কমিটির দায়িত্বে রয়েছেন। কিন্তু ভক্তরা তাঁর কাছে মাজারের আয়-ব্যয়ের হিসাব চাইলে তিনি তা দিতে অপারগতা প্রকাশ করেন।

ফারুক চৌধুরী প্রতিকার চেয়ে ৩ এপ্রিল হবিগঞ্জ জেলা প্রশাসকের কাছে আবেদন করেন। তিনি আবেদনে উল্লেখ করেন, মাজারের বিপুল পরিমাণ অর্থ চেয়ারম্যান পারভেজ হোসেনের দখলে রয়েছে। যার স্বচ্ছ হিসাব ও জবাবদিহি নেই।

ইউপি চেয়ারম্যান ও মাজার পরিচালনা কমিটির প্রধান পারভেজ হোসেন চৌধুরী জানান, মঙ্গলবার তারাবির নামাজের পর মাজারের সেবক ও প্রহরীর ওপর অতর্কিত হামলা চালায় কয়েকজন। মাজারের ভক্ত-মুরিদানরা খবর পেয়ে দুই পক্ষের মধ্যে মারামারি ও উত্তেজনা সৃষ্টি হয়।

সুরমা গ্রামের মাজারের আরেক ভক্ত ইকবাল চৌধুরী জানান, রাত ১টার দিকে ইউপি চেয়ারম্যান হঠাৎ করে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই অনিক দেব জানান, মাজারের হিসাব ও ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে উভয় পক্ষের মধ্যে দুই দফা মারামারি ও উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো থানায় কেউ অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *