চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা
দেশের পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় চলছে হাড়কাঁপানো শীত। বৃহস্পতিবার সকাল ৬টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়।
আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, জেলায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ চলছে। সকাল ছয়টায় তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থা আরো কয়েকদিন চলতে পারে।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, “একটি মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে। এটি একটু নিচে নামলে তা মাঝারি শৈত্যপ্রবাহে রূপ নেবে। পরবর্তীতে তাপমাত্রা আরও কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ১৬ জানুয়ারি।
তীব্র শীতে মানুষ ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। হাসপাতালে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে। অনেকেই ভিড় করছেন গরম কাপড়ের দোকানে। জীবিকার সন্ধানে বাইরে গিয়ে শীতে দুর্ভোগ পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ।