ফেব্রুয়ারি 1, 2026

ইরানের কারাগারে আগুন-গুলি, ৪ জন নিহত

2

Description of image

ইরানের এভিন কারাগারের ভেতর থেকে রাতভর আগুন ও গুলির শব্দ শোনা গেছে। এতে চারজন নিহত ও কমপক্ষে ৬২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছে, রাতভর বন্দীদের মধ্যে সংঘর্ষের পর আগুনের সূত্রপাত হয়।

এভিন কারাগারে ইরানের রাজনৈতিক বন্দি, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের বন্দি রাখা হয়েছে। কারাগারটিকে ‘কুখ্যাত’ হিসেবে বর্ণনা করা হয়েছে। শনিবার অনলাইনে প্রচারিত একটি ভিডিওতে তেহরানের কারাগারে আগুন দেখা গেছে।

পুলিশ হেফাজতে কুর্দি কিশোরী মাহসা আমিনির মৃত্যুর পর এক মাস ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই প্রতিবাদের মধ্যেই ইভিন কারাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইভিন কারাগারের পরিস্থিতি সাম্প্রতিক বিক্ষোভের সাথে সম্পর্কিত কিনা তা এখনও জানা যায়নি। তবে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক থাকতে পারে বলে তিনি মনে করেন। কারণ, শত শত বিক্ষোভকারীকেও এভিন কারাগারে রাখা হয়েছে। তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে দুটি ঘটনার মধ্যে কোনো সম্পর্ক নেই।

একজন ইরানি কর্মকর্তা আগুনের জন্য নাশকতার কাজকে দায়ী করেছেন। আগুনের ধোঁয়ার কারণে এসব মৃত্যু হয়েছে।