গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ১০ জন আহত

0

Description of image

গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্কুটারের (ভেকু) সঙ্গে ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

কাশিয়ানী ভাটিয়াপাড়া হাইওয়ে থানার পরিদর্শক আবু নাঈম মো. তোফাজ্জেল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন দুর্ঘটনার শিকার দিগন্ত পরিবহনের চালক বাচ্চু মোল্লা (৫০)। তার বাড়ি খুলনা জেলায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত অপর নিহতের পরিচয় পাওয়া যায়নি।

আহতদের মধ্যে ছয়জনকে আড়াইশ শয্যা বিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় ৪ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে দুপুর ১২টার দিকে যান চলাচল শুরু হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।