জানুয়ারি 31, 2026

চট্টগ্রামে ৩০৩ বস্তা সরকারি চাল উদ্ধার, মূল অপরাধীকে খুঁজছে পুলিশ

5

Description of image

বুধবার রাতে বাকালিয়া থানার রাজাখালী মোশাররফ হোসেন রোডের আইডিয়াল স্কুল গলি এলাকা থেকে একটি ট্রাক ও চাল জব্দ করা হয় বলে বাকালিয়া থানার ওসি আব্দুর রহিম  জানান।

এ ঘটনায় ট্রাক চালক মো. কামরুল রানাকে (২৪) আটক করেছে পুলিশ। তিনি চট্টগ্রামের হাটহাজারী থানার চৌধুরীহাট সন্দ্বীপ কলোনীর বাসিন্দা।

ওসি আবদুর রহিম বলেন, উদ্ধারকৃত চালের বস্তায় খাদ্য মন্ত্রণালয়ের সরকারি সিল ছিল। ট্রাক চালক জিজ্ঞাসাবাদে আরো জানায়, সে সরকারি গুদাম থেকে চাল লোড করেছে। চাল কার তা তিনি সঠিকভাবে বলতে পারেননি। মোবাইল নম্বর পেয়েছি।

বাকালিয়া থানা সূত্রে জানা গেছে, চালটি রাঙামাটির একটি সরকারি প্রকল্পের। নগরীর ডবলমুরিং থানার মনসুরাবাদ সরকারি খাদ্য গুদাম থেকে ট্রাকে লোড করে রাঙামাটিতে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু চাল নিয়ে যাওয়া হয় বাকলিয়ার রাজাখালী এলাকায়। সরকারি চাল খালাসের খবর পেয়ে একটি গুদামে অভিযান চালায় পুলিশ। ৩০৩ বস্তায় ১৫ হাজার ১৫০ কেজি চাল জব্দ করা হয়েছে।