জানুয়ারি 30, 2026

ফটিকছড়িতে ঈছাপূরী দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস

Untitled design - 2025-08-31T182712.984

পহেলা রবিউল আউয়াল মাসের আগমনে চট্টগ্রামের ফটিকছড়ি থানার অন্তর্গত নানুপুর ঈছাপূরী দরবার শরীফের পক্ষ থেকে জশনে জুলুসের আয়োজন করা হয়।
উক্ত জশনে জুলুসের নেতৃত্ব দেন দরবার শরীফের সাজ্জাদানশিন হযরত শাহসূফী সৈয়দ আব্দুল মোনায়েম ঈছাপূরী (রহ.)-এর সুযোগ্য শাহজাদা হযরতুলহাজ্ব শাহসূফী সৈয়দ এহসানুল করিম ঈছাপূরী আল-হাসানি ওয়াল হোসাইনি আল-মাইজভান্ডারী। জুলুস শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Description of image