ডিসেম্বর 16, 2025

রাজবাড়ীতে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

7

রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

Description of image

গতকাল শুক্রবার রাজবাড়ীর বিভিন্ন থানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন রাজবাড়ী সদর উপজেলার হোগলাডাঙ্গী গ্রামের জয়নাল শেখের ছেলে আব্দুল মান্নান (৩৪), বারেক মোল্লার ছেলে কামাল শেখ (৪০), শুকুর আলী শেখের ছেলে সাইদুল শেখ (৩৬) ও মালেক শেখের ছেলে কালীচরণপুর গ্রামের।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই আতাউর রহমান কর্মকর্তা ও বাহিনী নিয়ে রাজবাড়ীর বিভিন্ন থানায় অভিযান পরিচালনা করেন। শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজবাড়ী সদর থানার হোগলাডাঙ্গী গ্রামের জয়নাল শেখের পুকুরের পশ্চিম পাশে একটি টিনের ঘর থেকে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।