শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
দেশে বিভিন্ন সময়ে গুম ও জুলাই-আগস্টের গণহত্যার সঙ্গে জড়িত ৯৭ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এর মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামও রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘গুম ও খুনের সঙ্গে জড়িত ২২ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে। এছাড়া জুলাই-আগস্ট গণহত্যায় জড়িত শেখ হাসিনাসহ ৭৫ জনের পাসপোর্ট বাতিল করা হয়েছে।