ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত ১০

0

মুন্সীগঞ্জের সদর উপজেলার মিরকাদিম পৌরসভার মুন্সীগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত ১০ জন।

Description of image

৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত ছাত্রলীগ সমর্থিত শিক্ষার্থীরা হলেন মেহেদী (১৯), পিতা আব্দুর রউফ গাজী, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ; তন্ময় (২২), পিতা নুরুল হক, নেত্রকোনার বাহাদুরকান্দা গ্রামের; দুর্জয় (২১), পিতা শফিকুল হক, টাঙ্গাইলের লাঙ্গলজোড়া গ্রামের; রকিবুল (২২), পিতা জাহাঙ্গীর আলম, সিরাজগঞ্জের কাজিপুর এলাকায়।

এসময় আহত হয়েছেন ১৫ জন সাধারণ শিক্ষার্থী। নিহতরা হলেন- কামরুজ্জামান রবিন (২২), বাবা-কামাল হোসেন, মানিকগঞ্জের ভুঁইয়া ও আলামিন ইসলাম রউফ, রিপন (২১), বাবা-আবদুল আজিজ পঞ্চগড়ের দেবীগঞ্জ, গাজীপুরের কালিয়াকৈর গ্রামের মুহিত (২১), বাবা মো. -মো. আবুল বাশার।

পরে স্থানীয়রা ও ওই পলিটেকনিক ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা আহতদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এদের মধ্যে গুরুতর আহত আলামিন ইসলাম রউফ (২০), তন্ময় (২২), রিপন (২১)কে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক।

এছাড়া আরও কয়েকজন আহত শিক্ষার্থী এই হাসপাতালে ভর্তি রয়েছে। এদিকে অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *