বিপিএল,টিকিট না পেয়ে ক্ষুব্ধ সমর্থকদের

0

আগামীকাল মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর। তবে টুর্নামেন্ট শুরুর একদিন আগেও টিকিট পাওয়া যাচ্ছে না। রোববার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে সমর্থকদের ভিড় দেখা গেছে। পরে টিকিট না পেয়ে বিসিবির গেটে বিক্ষোভ শুরু করেন সমর্থকরা।

টিকিট না পেয়ে বিসিবির এক নম্বর গেটের সামনের গেট ভাঙার চেষ্টা করেন সমর্থকরা এ সময় তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন। পরে পুলিশ ও আনসার সদস্যরা তাদের ছত্রভঙ্গ করে এলাকা থেকে সরিয়ে দেয়।

যদিও বিসিবি আগেই বলেছিল এবারের বিপিএলের টিকিট অনলাইনে ছাড়া হবে। অবশেষে দুপুর ১২টায় এক বিজ্ঞপ্তিতে টিকিট কেনার তথ্য জানায় বিসিবি। বিপিএলের টিকিট সরাসরি ও অনলাইনে সংগ্রহ করা যাবে।

আজ বিকেল ৪টা থেকে সরাসরি টিকিট বিক্রি শুরু হচ্ছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত টিকিট কেনার সুযোগ পাবেন সমর্থকরা। এছাড়া বিপিএলের উদ্বোধনী দিনে অর্থাৎ আগামীকাল সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সরাসরি টিকিট কেনা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *