পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৪৪০তম পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত: ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা ও বাৎসরিক লক্ষ্যমাত্রা নির্ধারন।
পিপলস্ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ৪৪০তম পরিচালনা পর্ষদ সভা শনিবার, ২১শে ডিসেম্বর ২০২৪ পিএইচপি ফ্যমিলির ফার্ম হাউজ, ভাটিয়ারি, চট্টগ্রাম এ অনুষ্ঠিত হয়েছে। কোম্পানীর চেয়ারম্যান জনাব জাফর আহমেদ পাটোয়ারীর সভাপতিত্বে সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর সাবেক সফল চেয়ারম্যান ও উদ্যেক্তা, বিশিষ্ট শিল্পপতি ও পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ সুফি মোহম্মদ মিজানুর রহমান। সভার আমন্ত্রনে সাবেক চেয়ারম্যান মোহম্মদ শামসুল আলম ও মোঃ আবুল বাশার মুকুল উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪ সালের বিদায়লগ্নে বিগত বৎসরের ব্যবসায়িক কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ২০২৫ সালের জন্য বাৎসরিক কর্মপরিকল্পনা, লক্ষ্যমাত্রা, বাজেট, প্রভৃতি বিষয়ে পর্ষদের বিভিন্ন সাব-কমিটির চেয়ারম্যান মহোদয়গণের বক্তব্য তুলে ধরা হয়। তাছাড়া আগামীতে ব্যবসা বৃদ্ধি, বীমাদাবি দ্রæত পরিশোধ, ঝুঁকি নিয়ন্ত্রন বিষয়ে গুরুত্বপুর্ন আলোচনা ও পদক্ষেপ গ্রহন করা হয়।
পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ আনোয়ারুল হক, পরিচালক ও সাবেক চেয়ারম্যান জনাব আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী ও জনাব মোহাম্মদ আলী হোসেন, পরিচালক জনাব কবির আহমেদ, জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটোয়ারী, জনাব মোঃ আজিজুল হক, মিসেস জোৎনা আরা বেগম, স্বতন্ত্র পরিচালক জনাব শোভিত বিকাশ বড়য়া এফসিএমএ, জনাব দিলশাদ আহমেদ এবং জনাব এম.এম.জি সারওয়ার মহোদয়গণ। এ সময় উপদেষ্টা জনাব এম. এইচ. খালেদ, মূখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এস. এম. আজিজুল হোসেন, সিএফও জনাব আবদুল্লাহ-আল-মবিন, কোম্পানী সচিব জনাব সরফরাজ হোসেন এফসিএস সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানস্থল সকল প্রাক্তন এবং বর্তমান পরিচালকগণের সমন্বয়ে একটি মিলনমেলার রূপ ধারন করে এবং ফার্ম হাউজের মনোরম পরিবেশে সকলে একটি হাস্যজ্জল দিন অতিবাহিত করেন। উক্ত দিনে মধ্যাহ্ন ভোজ শেষে কোম্পানীর প্রধান আকর্ষন জনাব আলহাজ সূফী মোহাম্মদ মিজানুর রহমান দোয়া পরিচালনা করেন এবং সকল পরিচালকগণ এবং কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক গুরুত্বপুর্ন বক্তব্য প্রদান করেন। সকলে তাঁর বক্তব্যের প্রসংশা করেন।