আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা
বিডিআর হত্যার বিচার নিশ্চিত করতে কমিশন গঠনে বিলম্ব হওয়ায় আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করার ঘোষণা দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মাহিন সরকার। তিনি জানান, আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় বিডিআর হত্যাকাণ্ডে নিহতদের পরিবারের সঙ্গে তিনি এ কর্মসূচি পালন করবেন।
সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন।
এদিকে সমন্বয়কারী মাহিনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনি লিখেছেন, ‘আমি আমার ভাই মাহিনের পক্ষে। বিডিআর হত্যার বিচার করতে হবে। (হ্যাশট্যাগ) IamWithMahin।’
এর আগে মাহিন সরকার ফেসবুক পোস্টে লেখেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের ছোট অংশীদার হিসেবে আমি, মাহিন সরকার আগামীকাল (১৭ ডিসেম্বর) বিডিআর গণহত্যার শিকার পরিবারসহ আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব। আমার সঙ্গে কেউ না গেলেও, সারা বাংলাদেশের একজনও আমার পাশে না থাকলেও আমি আমার দৃঢ় অবস্থান থেকে পিছপা হব না।
মাহিন আরও লিখেছেন, ‘দায়িত্ব গ্রহণের চার মাস পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা এই অন্তর্বর্তী সরকারের চরম ব্যর্থতা। বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে কমিশন গঠনে বিলম্ব করে এই সরকার দেশের সমগ্র জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যা স্পষ্টত প্রহসন।’
তিনি আরও লিখেছেন, ‘১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণের অর্জিত বিজয়কে নিজেদের বিজয় বলে অভিহিত করে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এমতাবস্থায় বিডিআর গণহত্যার বিচারকে অবহেলা করা এবং ভারতের ইতিহাস বিকৃতির সুস্পষ্ট প্রতিবাদ না করা আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ।’ মাহিন আরও বলেন, ‘হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতায় আসা কোনো বিদেশি পরাশক্তি বা এই অন্তর্বর্তীকালীন সরকার আমার বিরুদ্ধে অবস্থান নিলেও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আমরণ লড়াই করব। এই বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি সংস্কার কার্যক্রম বা কমিশন গঠনের নামে কোনো দীর্ঘসূত্রতা গ্রহণ করব না। আগামীকাল সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সচেতন ছাত্র ও নাগরিকদের সঙ্গে দেখা করব, ইনশাআল্লাহ। মাতৃভূমি নাকি মৃত্যু।’