ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ, পারাপারের অপেক্ষায় শত শত যানবাহন

0

ঘন কুয়াশার কারণে নৌকা দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ রুটে কুয়াশার কারণে মঙ্গলবার রাত ১টা ৪৫ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

Description of image

এদিকে দীর্ঘ দিন ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকা পড়েছে দেড় শতাধিক যানবাহন।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মোঃ সালাউদ্দিন জানান, কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত ১২টা ৪০ মিনিট থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে। বর্তমানে ১২টি ফেরি দিয়ে এ রুটে যাত্রী ও যানবাহন চলাচল করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।