টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ বাংলাদেশ

0

ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ড নারী দলকে হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টিতে উল্টো চিত্র দেখেছে বাংলাদেশ নারী দল। নিগার সুলতানা জ্যোতিরা তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ৪ উইকেটে হেরে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে।

Description of image

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামে দুই দল। যেখানে এই ম্যাচে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১২৩ রান করে। জবাবে ৬ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতেই জয়ে পৌঁছে যায় আইরিশরা।

আইরিশদের হয়ে ব্যাট করতে আসা লরা ডেলানি ৩১ বলে ৩৬ রানে অপরাজিত থাকেন। এছাড়া ওপেনার অ্যামি হান্টার করেন ২৮ রান।

বাংলাদেশের বোলার রাবেয়া খান নেন ২ উইকেট।

টসে জিতে বাংলাদেশকে ব্যাট করতে আমন্ত্রণ জানান আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস। এদিন ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করে বাংলাদেশ। দুই ওপেনার শোভনা মোস্তারি ও মুর্শিদা খাতুন ৪ ওভারে ৩৩ রান দেন। তবে মুর্শিদা ১২ রান করে অরলা প্রেন্ডারগাস্টের বলে আউট হন। মোস্তারি অবশ্য ফিরলেন ফিফটি থেকে। ৪৩ বলে ৬ চারের সাহায্যে ৪৫ রান করে অ্যামি ম্যাগুয়েরের শিকার হন এই ব্যাটার। শারমিন আখতারও ৩৩ বলে ৩৪ রান করেন। তবে বাকিদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। আয়ারল্যান্ডের হয়ে প্রেন্ডারগাস্ট একাই নেন ৪ উইকেট।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।