সিরিয়ায় ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাংক
ইসরায়েলি ট্যাংক সিরিয়ায় ঢুকে পড়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে। তবে ইসরায়েলের সামরিক-আইডিএফ আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি।
জানা গেছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর ইসরায়েলি ট্যাংক ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমি থেকে সিরিয়ার ভূখণ্ডে প্রবেশ করে। সেখানে গুলি চালানোর ঘটনাও ঘটেছে।
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সশস্ত্র বিদ্রোহীদের গোলাগুলির মুখে একটি ব্যক্তিগত বিমানে রাজধানী দামেস্ক থেকে পালিয়ে গেছেন। রোববার বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির সেনাবাহিনীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা জানান। তবে দামেস্ক ছাড়ার পর তিনি কোথায় গিয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এতে আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান ঘটল।