টিএসসিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে অভিনব প্রতিবাদ

0

টিএসসিতে অতিরিক্ত শব্দদূষণ নিয়ন্ত্রণের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে সাউন্ড বক্স বাজিয়ে অভিনব প্রতিবাদ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা।

গত শনিবার রাতে সাউন্ড বক্স বাজিয়ে তারা এই অভিনব প্রতিবাদ জানায়। রাত ৮টা ৪৫ মিনিটে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলে। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে বিভিন্ন হিন্দি গান পরিবেশন করা হয়।

ঢাবির শামসুন নাহার হলের ছাত্রী ইরিত্তা বলেন, “টিএসসিতে শব্দদূষণের সমস্যা পুরনো। এখন বাইরের লোকজন টিএসসিতে নিয়মিত গান-বাজনা করছে, কোনো অনুমতি ছাড়াই জমায়েত হচ্ছে। মধ্যরাতের পরও গান বাজানো হয়। শামসুন নাহার হলের শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যায় রয়েছে হল ও রোকেয়া হল প্রশাসন।’

তিনি আরও বলেন, ‘নভেম্বর-ডিসেম্বর পরীক্ষার মৌসুম। এই সময়েও এসব হচ্ছে। প্রশাসন তাদের কথা জানে। প্রশাসন এসব বন্ধের আশ্বাস দিলেও আমরা দৃশ্যমান কিছু দেখিনি। তাই আমরা ভিসির বাড়ির সামনে গান বাজিয়ে প্রতিবাদ করছি। অন্তত ভিসি স্যারের বোঝা উচিত এ বিষয়ে আমাদের কেমন লাগছে।

পরে রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও কর্মকর্তাদের আশ্বাসে কর্মসূচি শেষ হয়।

এদিকে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে সন্ধ্যা ৬টার পর ক্যাম্পাসে মাইক্রোফোন ব্যবহার করে কোনো অনুষ্ঠান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাত ১১টার দিকে জনসংযোগ দফতর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লাউড স্পিকার/মাইক্রোফোন/গাড়ির হর্ন বাজানো সম্পূর্ণ নিষিদ্ধ। শিক্ষার্থীদের শেখার পরিবেশ বজায় রাখার জন্য টিএসসি, স্বপারজিৎ স্বাধীনতা চত্বর, হল ও আবাসিক এলাকায় সন্ধ্যা ৬টার পর স্পিকার/মাইক্রোফোন ব্যবহার করে কোনো অনুষ্ঠান করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *