দিনাজপুরের তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে
দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে জেঁকে বসছে শীত। ক্রমশ কমছে তাপমাত্রা। গত কয়েকদিন ধরে সন্ধ্যা থেকেই শুরু হচ্ছে বরফের বাতাস। আর তাতে যোগ হচ্ছে ঘন কুয়াশা।
আজ সকাল ৬টায় এই অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০.৩ ডিগ্রি সেলসিয়াস। জেলায় এটাই এ বছরের সর্বনিম্ন তাপমাত্রা।
স্থানীয়রা জানান, সকাল-সন্ধ্যায় শীতের তীব্রতা বাড়ছে। সকালে কুয়াশা ও ঠাণ্ডা বেশি থাকে, সকাল ১০টার পর ঠান্ডার তীব্রতা কমে যায়।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, আজ শনিবার সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার।