শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
ভারতে পালিয়ে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রসিকিউশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়।
বিচারপতি মোঃ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ আজ দুপুর ১২টায় আবেদনের ওপর শুনানি করবে।
উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। তিনি বর্তমানে ভারতে আছেন। সেখান থেকে অন্তর্বর্তী সরকার নিয়ে নানা মন্তব্য করছেন তিনি। তিনি নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলছেন এবং সেসব বক্তব্য নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সেগুলোও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সম্প্রতি ভারতের মাটি থেকে যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় কার্যত বক্তব্য রাখেন শেখ হাসিনা। সেই বক্তব্য বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও প্রচারিত হয়।
প্রসিকিউশন বলছে, শেখ হাসিনা যে সব বিদ্বেষমূলক বক্তব্য দিচ্ছেন তা বন্ধ করতেই এই আবেদন।