সাকিবের জায়গা দ্রুত পূরণ করবে মিরাজ : শান্ত
টি-টোয়েন্টি ক্রিকেটে সাকিবের পরবর্তী অধ্যায় শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। কারণ এই ফরম্যাটে আগেই অবসরের ঘোষণা দিয়েছেন সাকিব। সাকিবকে ছাড়া বাংলাদেশের যাত্রা শুরু হবে আগামীকাল গোয়ালিয়রে ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, সাকিবের অনুপস্থিতির কারণে তাদের একাদশ তৈরি করা একটু কঠিন হবে। তবে খুব শিগগিরই সাকিবের জায়গা পূরণের চেষ্টা করবেন মিরাজ।
সাকিব অবসরে যাওয়ায় একাদশ তৈরি করা একটু কঠিন হবে। কারণ সাকিব দলে থাকলে বাড়তি ব্যাটসম্যান বা বোলার খেলার দরকার হতো না। বোলিং ও ব্যাটিং- দুই দিক দিয়েই দারুণ কম্বিনেশন দিতেন তিনি। দলে আনা হয়েছে মিরাজকে। আশা করছি, মিরাজ খুব শিগগিরই সেই জায়গা পূরণের চেষ্টা করবে।
আসন্ন সিরিজে কী আক্রমণাত্মক ব্যাটিং দেখা যাবে? শান্ত বলেন, ‘শুরুতে টপ অর্ডারে ভালো করাটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে উইকেটে কত রান দরকার, আগে ব্যাট করলে সেই অনুযায়ী ব্যাট করাটা জরুরি। কোনো দিন ১৪০ বা কোনো দিন ১৮০ হতে পারে। আমার মনে হয় ব্যাটসম্যানরা এই অনুযায়ী ব্যাট করবে।