আশুলিয়ায় দুই পক্ষের শ্রমিকদের সংঘর্ষে নারী নিহত, অনেকে আহত
আশুলিয়ার জিরাবো এলাকায় মাসকট পোশাক কারখানার সামনে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত নারীর নাম রোকেয়া বেগম। তিনি মাস্কাট গার্মেন্ট ফ্যাক্টরিতে সেলাই মেশিন অপারেটর ছিলেন।
জানা গেছে, শ্রমিক অসন্তোষের কারণে জিরাবো এলাকার মাসকট গার্মেন্টস কারখানাটি কয়েকদিন ধরে বন্ধ ছিল। মঙ্গলবার সকালে কারখানা খোলার কথা থাকায় শ্রমিকরা আসেন। এ সময় কাজে যোগ দিতে না দেওয়া নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আহত হন রোকেয়া বেগম। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। এলাকায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।
এদিকে বকেয়া বেতনের দাবিতে গাজীপুর শহরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিজন ড্রেস লিমিটেড কারখানার শ্রমিকরা। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় টঙ্গীরের খান পাড়া সড়ক মোড়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা।
জানা গেছে, জুলাই মাসের বেতনের দাবিতে সকাল ৮টা থেকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন সিজন ড্রেস লিমিটেড নামের পোশাক কারখানার শত শত শ্রমিক। এরপর সকাল সাড়ে ৯টায় টঙ্গীরের খান পাড়া সড়কের মাথায় মিছিল করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।