বঙ্গোপসাগরে ট্রলারডুবি,৫ শতাধিক জেলে নিখোঁজ, ২ জনের মৃত্যু

0

প্রতিকূল আবহাওয়ায় কক্সবাজারের লাবণী চ্যানেলে এফবি রাশিদা নামের একটি মাছ ধরার ট্রলার ডুবে দুইজনের মৃত্যু হয়েছে।

Description of image

এদিকে কক্সবাজারের ১৩টি মাছ ধরার ট্রলার উপকূলে ফিরতে পারেনি। এসব ট্রলারে ৫ শতাধিক মাঝিপাল্লা রয়েছেন । যাদের সঙ্গে গত বুধবার থেকে ৪৮ ঘণ্টা যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার রাতে কক্সবাজার মাছ ধরা নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

বঙ্গোপসাগরে নিখোঁজ ট্রলারগুলো হলো এফবি হাসান, এফবি আবছার, এফবি সাবিত, এফবি মায়েরদোয়া, এফবি কায়সার, এফবি আব্দুল মালেক ওয়ান টু, এফবি আঁখি, এফবি তাহসিন, এফবি বাবুল, এফবি নাশির, এফবি সেলিম, এফবি নাজির ও এফবি জনি। .

মাছ ধরার নৌকা মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন জানান, কক্সবাজার উপকূলে গত বুধবার থেকে একটানা বৃষ্টি হচ্ছে। গত ৪৮ ঘণ্টার দমকা হাওয়াসহ বৃষ্টির ফলে উপকূলে ফিরছেলেন জেলেরা। কিন্তু পথে অনেক ট্রলার নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে ভেসে গেছে। এর মধ্যে ৮টি ট্রলার কলাতলী ও উখিয়ার ইনানীর পাটোয়ারটেক পয়েন্টে ভেসে এসেছে। সেখান থেকে তিন শতাধিক জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

দেলোয়ার হোসেন আরও জানান, বুধবার থেকে ১৩টি ফিশিং ট্রলারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এসব ট্রলারে পাঁচ শতাধিক  জেলের ফোন নম্বর বন্ধ । সে হিসেবে তারা এখনো নিখোঁজ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।