প্রধান বিচারপতি।‘আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না’
সরকারি চাকরিতে (নবম থেকে ত্রয়োদশ শ্রেণি) মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয়ে হাইকোর্টের রায় চার সপ্তাহ স্থগিত রেখে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানান প্রধান বিচারপতি। এ সময় তিনি বলেন, রাজপথে আন্দোলন করে রায় পরিবর্তন করা যাবে না।
বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় চার সপ্তাহের জন্য স্থগিত করেন। চার সপ্তাহ পর পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হবে বলেও জানিয়েছে আদালত।
এ সময় প্রধান বিচারপতি বলেন, আন্দোলনকারীরা চাইলে আদালতে তাদের বক্তব্য পেশ করতে পারেন।
তিনি বলেন, আপনারা রাজপথে আন্দোলন করে রায় পরিবর্তন করতে পারবেন না।
প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আরও বলেন, “যারা আন্দোলন করছে, তাদেরও মনে ক্ষোভ আছে। কিন্তু তারা যা করছে তার প্রশংসা করা হচ্ছে না। রাজপথে প্রতিবাদ করে রায় পরিবর্তন করা যাবে না।
এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ক্লাসে ফিরিয়ে আনতে ভিসিদের উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান প্রধান বিচারপতি।