নায়ক হওয়ার সুযোগ হাতছাড়া মুস্তাফিজের হারল চেন্নাই
দলকে জিতেয়ে নায়ক হওয়ার দারুণ সুযোগ ছিল মোস্তাফিজের। কিন্তু তিন বলে ১৯ রান দিয়ে সেই সুযোগ হাতছাড়া করলেন বাংলাদেশি পেসার।
শেষ ওভারে জয়ের জন্য লখনউয়ের দরকার ছিল ১৭ রান। প্রথম দুই বলে ১০ রান দেন মোস্তাফিজ। পরের বলে নো বলে পাঁচ রান দেন ফিজ। এরপর ফ্রি হিটে আরও চার রান দেন মুস্তাফিজ।
মঙ্গলবার ম্যাচে ঋতুরাজ প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১০ রান করে চেন্নাই। জবাবে, স্টোইনিসের অপরাজিত সেঞ্চুরিতে লখনউ ৩ বল এবং ৬ উইকেটে জয়ের পথে নোঙর করে।
শেষ ওভারের চ্যালেঞ্জে মুস্তাফিজকে বাজি ধরেন চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কওয়াদ। তবে প্রতিদান দিতে পারেননি বাংলাদেশি পেসার। টাইগার পেসারের প্রথম বলেই মারকাস স্টয়নিসকে মারেন গ্যালারিতে। পরের বলে আবারও ৪ মারেন স্টোইনিস। তৃতীয় বলে নো বলে পাঁচ রান দেন ফিজ। স্টয়নিস আরও ৪টি ফ্রি হিট করে লখনউকে অবিশ্বাস্য জয় এনে দেন।