হালুয়াঘাটে তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন

0

হালুয়াঘাটে বৈশাখ মাস শুরু হলেও কোনোভাবেই কমছে না তাপমাত্রা। সূর্যোদয়ের পরপরই তাপমাত্রা বেড়ে যায়। প্রখর রোদে বিপর্যস্ত জনজীবন। প্রখর রোদ ও প্রচণ্ড তাপে দিশেহারা সাধারণ ও কর্মজীবী মানুষ। সামনে আরও তাপমাত্রা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। বৃষ্টিপাত না হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে জীববৈচিত্র্যেও। এমন প্রচন্ড গরমে নাভিশ্বাস উঠেছে গোটা উপজেলাবাসীর।

শুক্রবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, প্রখর রোদের কারণে নগরীতে তেমন মানুষ ছিল না। কম যানবাহন দেখা গেছে। পথচারীরা কলের পানিতে মুখ ভিজিয়ে তৃষ্ণা নিবারণের চেষ্টা করেন। আর দাম বেড়েছে ডাব ও তরল খাবারের। প্রতিটি ডাবের দাম বেড়েছে ৮০ থেকে ১০০ টাকা, তরমুজের দামও বেড়েছে, লেবুর শরবতের দাম নেওয়া হয়েছে প্রতি গ্লাসে ১০ টাকা।

রিকশাচালক শাহেদ মিয়া জানান, প্রখর রোদে রিকশা নিয়ে পাকা সড়কে বের হওয়া সম্ভব নয়। গরমে টায়ার বারবার পাংচার হচ্ছে। জানিনা এই প্রখর রোদ কতদিন থাকবে। কিভাবে জীবিকা নির্বাহ করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *