শপথ নিলেন দুই সিটি মেয়র ও কাউন্সিলর

0

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শপথ নিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু ও কুমিল্লা সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র তাহসিন বাহা।

Description of image

বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

একই সঙ্গে প্রধানমন্ত্রীর সামনে শপথ নেন কুড়িগ্রাম, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, ব্রাক্ষনবাড়িয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানরা। এ ছাড়া স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মো. তাজুল ইসলামের কাছে শপথ নেন ময়মনসিংহ সিটির ৪৪ জন কাউন্সিলর।

গত ১০ মার্চ ময়মনসিংহ ও কুমিল্লা সিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। কুমিল্লা সিটিতে তাহসিন বাহার ৪৮ হাজার ৮৯০ ভোট পেয়ে বিজয়ী হন।

অন্যদিকে ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র পদে জয়ী হয়েছেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ইকরামুল হক টিটু। তিনি ১ লাখ ৩৯ হাজার ৬০৪ ভোট পেয়ে বিজয়ী হন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।