ভিয়েনা ইউনিভার্সিটি অস্ট্রিয়া’র অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক সুফি মোহাম্মদ মিজানুর রহমান- এর সাথে সাক্ষাত

0

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত সমাজসংস্কারক, শিক্ষানুরাগী আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান – এর সাথে সৌজন্য সাক্ষাত করেন ভিয়েনা ইউনিভার্সিটি অব টেকনোলজি, অস্ট্রিয়া – এর অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক।

Description of image

অদ্য ১৩ই মার্চ, ২০২৪ বুধবার দুপুর ০২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে ‘স্কলার্স মিট’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান। তিনি জীবনদর্শনের বিভিন্ন মতবাদ, শিক্ষা পদ্ধতির মানবীয় দিক প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। অধ্যাপক ড. জেরাল্ড ফুটসেক একাডেমিক বিভিন্ন বিষয়ে আলোচনা করার পাশাপাশি ইউআইটিএস-এর শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসান এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুয়েটের অবসর প্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এসময় আরও উপস্থিত ছিলেন মাননীয় কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আ.ন.ম শরীফ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন, জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, আইন অনুষদের ডিন এডভোকেট মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, সকল বিভাগের বিভাগীয় প্রধানগণ-সহ সকল শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করেন বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।