সদস্য আবারও পালিয়ে এলেন বিজিপির ২৯

0

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পুনঃপ্রবেশ করেছে দেশটির বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) ২৯ সদস্য।

Description of image

আজ সোমবার (১১ মার্চ) সকালে তারা বাংলাদেশে আশ্রয় নেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) আওতাধীন জামছড়ি বিওপির দায়িত্বশীল সীমান্ত এলাকা হয়ে মিয়ানমার বর্ডার গার্ড ফোর্সের আংথাপায়া ক্যাম্প থেকে ২৯ বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছেন।

উল্লেখ্য, পাঁচ দশকেরও বেশি সময় ধরে মিয়ানমারে সেনাবাহিনীর সঙ্গে দেশটির বেশ কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সংঘর্ষে লিপ্ত রয়েছে। ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে জান্তা ক্ষমতা দখল করার পর সংঘর্ষ তীব্র হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।