বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চায় মস্কো

0

বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চায় রাশিয়া। এ ছাড়া যোগাযোগ ব্যবস্থাসহ অন্যান্য খাতে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার অর্থনৈতিক সম্পর্ক ভবিষ্যতে বাড়বে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি।

Description of image

গতকাল সকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাশিয়ায় বাংলাদেশের রপ্তানিকৃত পণ্য আরও সহজলভ্য করার জন্য রাশিয়ার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, রাশিয়া বাংলাদেশ থেকে আরও পণ্য কিনতে চায়। একই সঙ্গে তারা বাংলাদেশ থেকে এলএনজি আমদানি করতে চায়। তবে আমরা আমেরিকাকে বাদ দিয়ে শুধু রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব চাই না। বাংলাদেশ সবার সাথে বন্ধুত্ব চায়, কারো সাথে শত্রুতা নয়। এ সময় সেতুমন্ত্রী আরও বলেন, নতুন কোনো রোহিঙ্গাকে ঢুকতে দেওয়া হবে না, যারা আছেন তারাই এখন ভার। তাই রোহিঙ্গাদের আবার আনার প্রশ্নই আসে না। বৈশ্বিক অর্থনীতির কারণে এমনিতেই সমস্যায় পড়েছে দেশটি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।