সীমান্ত পরিদর্শনে যাচ্ছেন বিজিবি মহাপরিচালক

0

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও দেশটির সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে চলমান পরিস্থিতি পরিদর্শন করতে বান্দরবান ও কক্সবাজার সীমান্তে যাচ্ছেন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনে উখিয়ার পালংখালী বিওপি এবং বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু বিওপি ও ঘুমধুম সীমান্ত এলাকা এবং টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) আওতাধীন হোইকং বিওপি ও সংলগ্ন সীমান্ত এলাকা পরিদর্শন করবেন বিজিবি মহাপরিচালক।

পরিদর্শনকালে মহাপরিচালক সীমান্তে কর্তব্যরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলী এলাকায় তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশিসহ দুই বাংলাদেশি নিহত হন। এ ঘটনার পর থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম ইউনিয়নের সাতটি গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *