পাহাড়ে তিনটি আসনই নৌকার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাণে পার্বত্য চট্টগ্রামের তিনটি আসনে জয় পেয়েছে নৌকা। এর মধ্যে বান্দরবানে ৭ম বারের মতো জয়ী হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। রাঙামাটি থেকে ৫ম বারের মতো জয়ী হয়েছেন দীপংকর তালুকদার। খাগড়াছড়িতে আবারও জয়ী কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বান্দরবানে ৭ম বারের মতো বিজয়ী বীর বাহাদুর : বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবান-৩০০ আসনে নৌকা প্রতীকে ৭ম বারের মতো বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বীর বাহাদুর উশৈসিং। তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ৪০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এটিএম শহীদুল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১০ হাজার ৪৩ ভোট। রোববার রাতে ১৮২টি কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ভোটের হার ৬১ দশমিক ৭২ শতাংশ।
রাঙামাটিতে দীপংকর তালুকদারের জয় : রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে ৫ম বারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার। তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ৩৭৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের অমর কুমার দে চারি প্রতীকে পেয়েছেন ৪৯৬৫ ভোট। তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান সোনালী পাঁকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৯৩ ভোট।
রাঙামাটিতে মোট ভোটার ছিল ৪ লাখ ৭৪ হাজার ৪৫৪ জন। রাঙামাটির জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশাররফ হোসেন খান গতকাল রাত সাড়ে ১০টায় ২১৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।
খাগড়াছড়িতে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৪শ ১৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৭৩৬ জন। মোট ভোটারের ৪৯ দশমিক ৯৮ শতাংশ ভোট দিয়েছেন।