সর্বনিম্ন  তাপমাত্রায় বিপর্যস্ত তেঁতুলিয়ার জনজীবন

0

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে তীব্র শীত। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে শীত কমছে না। এই শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দরিদ্র মানুষ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কোথাও কোথাও সূর্যের দেখা মিললেও শীতের দাপট কমছে না। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় টানা পাঁচদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

Description of image

আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

প্রচণ্ড শীতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে কর্মজীবী মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ঘন কুয়াশা আর শীতে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া প্রচণ্ড শীত থেকে বাঁচতে মানুষ খুব একটা ঘরের বাইরে বের হয় না। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সদর হাসপাতালসহ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এদের অধিকাংশই শিশু ও বৃদ্ধ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।