ভৈরবে মহান বিজয় দিবসে প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ

0

মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সাথে সাংবাদিকদের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Description of image

শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ আইভি রহমান স্টেডিয়ামে ১০ ওভারের খেলায় টচে জিতে ব্যাটিং করে উপজেলা প্রশাসন। ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৮৬ রান করে প্রশাসন। জবাবে সাংবাদিকরা ৩ উইকেট হারিয়ে ৮৬ রান করে, ফলে ম্যাচটি ড্র হয়।

সাংবাদিক দলের অধিনায়ক রফিউল আলম মঈন করেন ৪৯ রান। এছাড়া প্রশাসনিক দলের অধিনায়ক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন ৩২ রান করেন।

খেলা শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সাধারণ সম্পাদক এস এম বাকী বিল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ঐক্যের সাধারণ সম্পাদক মোঃ আলাল উদ্দিন প্রমুখ। সাংবাদিক দলের সমন্বয়ক ছিলেন সাংবাদিক খায়রুল ইসলাম।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।