পদ্মায় ট্রলার ডুবিতে মৃতের সংখ্যা বেড়ে ৩

0

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল এলাকায় পদ্মা শাখা নদীতে বাল্কহেডের ধাক্কায় একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

Description of image

ঘটনার পরপরই মৃতদেহ দুটি উদ্ধার করা হয়। পরে আরও একজনের লাশ উদ্ধার করা হয়। মৃতের সংখ্যা বাড়তে পারে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। পদ্মার চর থেকে হাসাইল এলাকায় ফেরার পথে বালুকাময় বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

টঙ্গীবাড়ী থানার ওসি রাজীব খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বাল্কহেডটি জব্দ করা হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।