সোনার বাংলাকে হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে— সুফি মিজান

0

নিজস্ব প্রতিবেদক
পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা, ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর চেয়্যারম্যান, সমাজসেবায় একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ সুফি মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন সোনার বাংলাকে হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে হবে।  সোমবার ইউআইটিএস আয়োজিত শরতকালীন নবীনবরণ ২০২৩ অনুষ্ঠানে এক ভিডিওবার্তায় তিনি একথা বলেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘তোমরা আমাদের কোমলমতি সন্তান। তোমরা জীবনের গভীরে অনেক বড় সপ্ন ধারণ করবে, লালন করবে। সমস্ত মানবিক গুণাবলিতে ভূষিত হয়ে জীবনকে সুন্দর করার চেষ্টা করবে। ত্রিশ লক্ষ শহীদের রক্তে, আড়াই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আমাদের ধারণ করতে হবে। এবং আমরা সকলেই মনে এই সপ্ন লালন করবো যেন সোনার বাংলাকে আমরা হীরার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি।’ এসময় বক্তব্যে তিনি নবীন শিক্ষার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্নজীবনী’ পড়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: মশিউর রহমান। তিনি বলেন, ‘আমরা নিজ আগ্রহে, নিজ নেতৃত্বে পার্বত্য শান্তি চুক্তি করেছি। আমরা অন্য কারো সাহায্য নেইনি। আমদের ছিট মহল সমস্যা ছিলো আমরা প্রতিবেশির সাথে শান্তির পথে সেই সমস্যা সমাধান করেছি। বিশ^ ব্যাংক বলেছিলো পদ্মা সেতুতে দূনীর্তী হয়েছে আমরা প্রমাণ করেছি আমরা কোনো দূর্নিতী করিনি। বিশ^ ব্যাংক বলেছিলো টাকা দেবোনা, আমরা বিনয়ের সাথে বলেছি বাঙালির ঘামে, শ্রমে, অর্থে আত্ন মর্যাদার সেতু হবে। আমরা তা করেও দেখিয়েছি। নিজ নেতৃত্বে আমরা মন্দা দূর করেছি এখন উদ্বৃত্ত খাদ্য উৎপাদনে আমরা আছি।’
তিনি আরও বলেন, ‘আজ আমরা যেখানে দাড়িয়ে আছি তার পেছনে রয়েছে ত্রিশ লক্ষ শহীদের রক্ত ঋণ। পঞ্চাশ বছর আগে আমাদের পূর্ব পুরুষরা ছিলো অধিকারহারা। স্বাধীনতাপূর্ব বাংলাদেশে আমরা নিপিড়িত ছিলাম। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্ম নেওয়া একজন মানুষ তিনি ভেবেছিলেন এই অঞ্চলের মানুষের মুক্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। বলিষ্ঠ পদক্ষেপ আর সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতিকে সেই মুক্তির স্বাদ দিয়েছেন বঙ্গবন্ধু।’
ইউআইটিএসের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো আবু হাসান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের বিজনেজ অনুষদের ডিন ড. ফারুক হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইউআইটিএসের উপদেষ্ঠা অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান। অনুষ্ঠানে ইউআইটিএসের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় চার অনুষদের প্রথম হওয়া চার শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *