সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের জন্য ৩ মন্ত্রণালয়ের অনুমতি লাগবে
সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের অনুমতি নিতে হবে। একটি মামলায় হাইকোর্টের দেওয়া পূর্ণাঙ্গ রায়ে এ তথ্য উল্লেখ করা হয়েছে।
বুধবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ পিটিশনে স্বাক্ষর করার পর ১৪ পৃষ্ঠার এই রায় ঘোষণা করা হয়।
আদালত পর্যবেক্ষণ করেছেন যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কেনাকাটার জন্য বিদেশ ভ্রমণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগকে জানাতে হবে। রাষ্ট্রীয় তহবিলের অপচয় রোধে এ নির্দেশনা দেওয়া হয়েছে বলেও রায়ে বলা হয়েছে।
আদালতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পক্ষে ছিলেন আইনজীবী সাইফুর রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ছয় কোটি টাকার ফগ লাইট কিনতে যুক্তরাষ্ট্রে যায় বিআইডব্লিউটিসি। তাদের মধ্যে মাত্র একজন ইঞ্জিনিয়ার ছিলেন। তারা ৬ কোটি টাকায় ১০টি ফগ লাইট কিনলেও সেগুলো নিম্নমানের। এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে এ রুল জারি করা হয়। গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট সেই রুল খারিজ করে দেন। এর পরিপ্রেক্ষিতে বুধবার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করা হয়।