জানুয়ারি 30, 2026

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে রোববার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নোমান গ্রুপের মালিকানাধীন ইয়াসমিন স্পিনিং মিলস ও তালহা স্পিনিং মিলসের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। শ্রীপুর উপজেলার মুলাইদ ও বেরাইদেরচালা এলাকায় এই অবরোধের ফলে মহাসড়কের দুই পাশের প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

Description of image

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালিকের সঙ্গে কথা বলে। বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার আশ্বাস পেয়ে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

ইয়াসমিন স্পিনিং কারখানার শ্রমিক কুলসুম আক্তার জানান, প্রতি মাসের ৫ থেকে ১০ তারিখের মধ্যে বেতন দেওয়া হয়। এবার ১৭ তারিখের পরও বেতন দেননি মালিকপক্ষ। এরই মধ্যে কয়েক দফা বেতন পরিশোধ করা হয়নি। রোববার বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হয়।

কিন্তু রাত ১০টা পর্যন্ত কোনো উদ্যোগ না দেখে বিক্ষোভ শুরু করেন তারা। এক পর্যায়ে তারা কারখানা ত্যাগ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।

বেরাইদেরচালা এলাকার তালহা স্পিনিং মিলস কারখানার শ্রমিকরাও একই অভিযোগ করেছেন।

মাওনা হাইওয়ে থানার ওসি কংকন কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ, জেলা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে মালিকদের সঙ্গে আলোচনা করে।

বকেয়া পরিশোধের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন।