বগুড়ায় ট্রেনে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু
বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে এক মহিলা ও তার শিশুপুত্র নিহত হয়েছেন। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে। সোনাতলা থানার এসআই শরিফুল ইসলাম জানান, আজ রবিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সোনাতলা পৌরসভার ছৈঘরিয়া পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম রনি বেগম (৩০) এবং তার ছেলে আরাফাত (৮)। তারা গোবিন্দগঞ্জ উপজেলার দোয়াইল এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, সকালে রনি বেগম তার ছেলেকে নিয়ে সোনাতলার দিকে যাচ্ছিলেন। সেই সময় মা ও ছেলেকে রেললাইনের উপর দাঁড়িয়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।
কিছুক্ষণ পরেই সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ ট্রেনের ধাক্কায় মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। তাদের উদ্ধার করতে যাওয়া ব্যক্তি আহত হন। ঘটনায় এসআই শরিফুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মা ও ছেলে আত্মহত্যা করেছেন। মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ তদন্ত করছে।

