বাড়িতে ঢুকে তরুণীকে তুলে নেওয়ার চেষ্টা

0

কক্সবাজারের কুতুবদিয়ায় বাবা-ছেলেসহ স্বজনদের ওপর হামলা চালিয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৮টার দিকে দ্বীপের উত্তর ধুরুং বাঁকখালী এলাকায় এ ঘটনা ঘটে।

Description of image

নিহতের ভাই জানান, এক মাস আগে সাখাওয়াত (২২) নামে এক যুবক তার বোনকে তুলে নিয়ে যায়। এরপর তার বাবা বাদী হয়ে কুতুবদিয়া থানায় মামলা করেন।

গত সপ্তাহে পুলিশ তার বোনকে উদ্ধার করে আদালতে সোপর্দ করে। এরপর আদালত তার বোনকে পরিবারের কাছে হেফাজতে দেন।

স্বজনরা জানায়, ঘটনার পর শনিবার রাত ৮টার দিকে সাখাওয়াত ও তার কয়েকজন সহযোগী ওই বাড়িতে ঢুকে মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। তার বাবা ও ভাই বাধা দিলে তাদের ওপর হামলা হয়।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, সর্বশেষ ঘটনায় গতকাল পর্যন্ত মেয়েটির পরিবার লিখিত অভিযোগ করেনি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।