গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা ৩ শিক্ষার্থী নিহত

0

Description of image

টাঙ্গাইলের ঘাটাইলে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধলাপাড়া সরিষাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহজালালের ছেলে আবু বকর (১৮), রমজান আলীর ছেলে সাইম (১৮) ও মজির উদ্দিনের ছেলে শরীফ (১৮)। তারা ধলাপাড়া এসইউপি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

ঘাটাইল ধলাপাড়া ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) আহেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে ধলাপাড়া সরিষা কর্নারে একটি গাছের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন শিক্ষার্থী নিহত হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।