বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দের আদেশ স্থগিত

0

একুশে বইমেলায় অবিলম্বে আদর্শ প্রকাশনাকে স্টল বরাদ্দের হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশের বিরুদ্ধে বাংলা একাডেমির করা আপিল নিষ্পত্তি করে বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।

আদর্শ প্রকাশনীর পক্ষে আবেদনকারী ব্যারিস্টার অনিক আর হক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ৮ ফেব্রুয়ারি হাইকোর্ট তিনটি বই প্রদর্শন বা বিক্রি না করার শর্তে আদর্শ প্রকাশনীকে বইমেলায় একটি স্টল বরাদ্দের নির্দেশ দেন। বাংলা একাডেমিকে এই আদেশ দেওয়া হয়েছে। বইগুলো হলো- ফাহাম আবদুস সালামের ‘ইন সার্চ অব মিডিওক্রিটি’, জিয়া হাসানের ‘ডেভেলপমেন্ট ইলিউশনস’ এবং ফয়েজ আহমেদ তৈয়্যবের ‘অনথিঙ্কেবল ওয়ার্ডস অফ ইরেসিস্টিবল ডেভেলপমেন্ট’।

এর আগে গত ২ ফেব্রুয়ারি স্টল বরাদ্দের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আদর্শ প্রকাশনীর মালিক মাহবুবুর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *