গোপন নথিতে কী আছে তা জানেন না বাইডেন

0

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে তার ব্যক্তিগত কার্যালয় থেকে উদ্ধার করা রাষ্ট্রীয় গোপন নথিতে আসলে কী রয়েছে তা তিনি জানেন না।

মঙ্গলবার মেক্সিকো সিটিতে এক সম্মেলনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বাইডেন বলেন, ‘গোপন নথি, শ্রেণীবদ্ধ তথ্য যা আমি গুরুত্বের সঙ্গে নিই, জনগণ জানে। নথিপত্র পাওয়ার বিষয়ে আমাকে জানানো হয়েছে। জেনে অবাক হলাম। কিন্তু ওই নথিতে কী আছে আমি জানি না। আমরা নথি পর্যালোচনায় সম্পূর্ণ সহযোগিতা করছি।’

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শাসনের সময় ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বাইডেন। আইন অনুসারে, কেন্দ্রীয় সরকারে কর্মরত সরকারী চিাকুরী শেশ হলে ব্যক্তিদের স্বেচ্ছায় সরকারী নথিপত্র এবং গোপনীয় নথিগুলি জমা দিতে হয়।

বাইডেনের বিশেষ কৌঁসুলি রিচার্ড সাবার সোমবার বলেছেন যে প্রেসিডেন্টর অফিস পরিষ্কারের সময় আইনজীবীরা নথিগুলি পেয়েছেন। এসব নথি জাতীয় আর্কাইভের কাছে হস্তান্তর করা হয়েছে। জাতীয় আর্কাইভস এই ধরনের নথিগুলি সামলানোর কাজ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *