ক্রাচে ভর দিয়ে আর্জেন্টিনার জয় উদযাপন করলেন প্রতিবন্ধী আরিফুল

0

Description of image

শারীরিকভাবে প্রতিবন্ধী আরিফুল ইসলামের (৩৭) কোনো পা নেই। কিন্তু শারীরিক অক্ষমতা তাকে ঘরে রাখতে পারেনি। মধ্যরাতে যশোর শহরে আসেন। ক্রাচ দিয়ে আর্জেন্টিনার জার্সি পরে আনন্দে ফেটে পড়ে বাঁধভাঙা। ক্রাচে ভর দিয়ে আনন্দ মিছিলে মেসি-মেসি স্লোগান দেয়।

পেশায় ইজিবাইক চালক আরিফুল ইসলাম যশোর শহরের ধর্মতলা খোলাডাঙ্গা মসজিদ পাড়া এলাকার বাসিন্দা। পাঁচ বছর বয়সে ট্রাক দুর্ঘটনায় ডান পা হারান তিনি। শৈশব থেকেই আর্জেন্টিনার ভক্ত আরিফুল রবিবার পুরো বিকেলটা আর্জেন্টিনা সমর্থকদের শহরে ঘুরে ঘুরে কাটিয়েছেন।

আরিফুল ইসলাম বলেন, এলাকাবাসীকে কথা দিয়েছিলাম আর্জেন্টিনা ফাইনালে গেলে তাদের শহরেই আমার ইজিবাইক চালাবো। সেই কথা রাখতেই সারা বিকাল ছোটদের ঘোরাঘুরি করছি। যেদিন আর্জেন্টিনায় খেলা হয়, ইজিবাইক কম চলে। ছোটবেলা থেকেই আর্জেন্টিনার সমর্থক। সে আমার দলের একমাত্র ৬ বছরের ছেলে; কিন্তু স্ত্রী ব্রাজিলের সমর্থক।

তিনি বলেন, কাতার বিশ্বকাপে স্বপ্নের মতো খেলেছে আর্জেন্টিনা। বেশ কয়েকবার ফাইনালে খেললেও শক্তিশালী ফ্রান্সকে হারিয়ে ট্রফি জয়ের তৃষ্ণা মেটালেন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওলেন মেসি। তাই জয়ের কথা মনে রাখতেই খেলা শেষে চলে গেলাম দারাটানায়। সবাই একসাথে উদযাপন করবে। এটাই ফুটবলের জয়, এটাই মেসির জয়। অনেক সমালোচনার জবাব এই জয়। এমন ফুটবল ম্যাচ আগে দেখিনি। আর্জেন্টিনা দারুণ খেলে ম্যাচ জিতেছে, চ্যাম্পিয়ন হয়েছে।

প্রতিবন্ধী হয়েও সাধারণ মানুষের সঙ্গে আর্জেন্টিনার জয় উদযাপনে খুশি আরেক আর্জেন্টিনা সমর্থকও। আর্জেন্টিনার অনেক অনুরাগী ভক্তকে এই ঐতিহাসিক মুহূর্তে তার সাথে সেলফি তুলতে দেখা গেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।