ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন নিহত

0

Description of image

ঠাকুরগাঁও সদরের ফারাবাড়ি এলাকায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

শনিবার রাত ৯টায় ফারাবাড়ী থেকে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার সেনুয়া ইউনিয়নের চামেশ্বরী গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে মিন্টু (৩৫) ও আকচা ইউনিয়নের ফারাবাড়ি গ্রামের আফাজউদ্দিনের ছেলে হাসান (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা পেশায় অটোরিকশা চালক। তিনি কাঁচামালের ব্যবসাও করেন। শহরের ফারাবাড়ী বাজার থেকে টাকা নিতে যাওয়ার পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান জানান, হাসপাতালে আনার আগেই দুজনের মৃত্যু হয়। আরেকজনের চিকিৎসা চলছে।

ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। মোটরসাইকেলে তিনজন যাত্রী ছিলেন। আমরা তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *