ঋণখেলাপি মামলা। চট্টগ্রামে শিল্পপতি ইয়াকুবসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

0

Description of image

চট্টগ্রামের রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের চেয়ারম্যান ইয়াকুব আলী, পরিচালক সালমান হাবিবসহ পাঁচ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

রোববার চট্টগ্রাম আর্থিক ঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

অন্য আসামিরা হলেন পরিচালক ইয়াসিন আলী, তানভীর হাবিব ও মাশরুফ হাবিব। এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রেজাউল করিম।

আদালত সূত্র জানায়, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড থেকে ঋণ নেয়। কিন্তু সময়মতো ঋণ পরিশোধ না করায় তা খেলাপি হয়ে পড়ে। এখন সেই খেলাপি ঋণের পরিমাণ ৪২ কোটি টাকা।

চলতি বছর আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড ৪২ কোটি টাকা আদায়ে ঋণ আদালতে খেলাপি ঋণের মামলা করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।