চালক ছিলেন ঘুমের ঘরে, পুকুরে উল্টে গেল ২ ট্রাক
দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কে চালক ঘুমে অচেতন থাকায় ট্রাকের সঙ্গে বাঁধা আরেকটি ট্রাকসহ পুকুরে পড়ে গেছে। চালক ও হেলপারসহ মাদ্রাসার ছাত্ররা অল্পের জন্য রক্ষা পায়।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম থেকে দিনাজপুরগামী পাম্প তেলবাহী ট্রাকের চালক ফুলবাড়ী-বিরামপুর মহাসড়কের বরমাছড়ি মাদ্রাসার পুকুরে ট্রাকটি উল্টে যায়।
প্রত্যক্ষদর্শী আলেপ উদ্দিন জানান, সকালে জমিতে কাজ করতে যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আরেকটি ট্রাকের সাথে বেঁধে পুকুরে উল্টে গেছে।
ফুলবাড়ী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মেহেদী হাসান জানান, খবর পেয়ে দ্রুত স্থানীয় লোকজনের সহায়তায় চালক ও হেলপারকে উদ্ধার করে ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
ট্রাক চালক রবিউল ইসলাম বলেন, আমার গাড়িটি বিকল হয়ে যাওয়ায় অন্য ট্রাক চালকের সহায়তায় দিনাজপুর যাচ্ছিলাম। ওই চালক চট্টগ্রাম থেকে তেল নিয়ে একা ট্রাক চালিয়ে দিনাজপুর আসছিলেন। তিনি ঘুমের মধ্যেই অজ্ঞান হয়ে রাস্তার সিগন্যাল পিলার ভেঙে ট্রাকটি পুকুরে ফেলে দেন। এ ঘটনায় অপর গাড়ির চালক ও হেলপার আহত হয়েছেন।